সর্বশেষ আপডেট

যে কোন ব্লগার BLOG OPEN করুন GP Internet ব্যবহার করে

ব্রাউজিংয়ের সময় Grameen Phone এর 2G Internet ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যায় পড়েন । যেমন নেট হ্যাং হয়ে যাওয়া , নেট স্লো  হয়ে যাওয়া, বার বার লাইন Disconnect হয়ে যাওয়া ইত্যাদি ।
তার মাঝে আরেকটা বড় সমস্যা হল Blogger.com এর Blog Open না হওয়া।
আজ  আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে Blogger ব্লগ সহ যে  কোন BLOG GP Internet ব্যবহার করে OPEN করবেন।
নিচের নিয়ম মত কোড গুলো হুবুহু অনুসরন করে আপনার মডেমটির কনফিগারেশন সেটিং করুন

↓ ↓ ↓ ↓ ↓
StartNetwork ConnectionsGPINTERNET Properties NetworkingProperties
Use this following DNS server Addresses .
DNS Server Addresses
↓ ↓ ↓ ↓ ↓
  • Preferred DNS Server 4.2.2.8
  • Alternate DNS Server 4.2.2.5 → Ok  → Disconnect  → Connect again
এইটাতে যদি কাজ না হয় তাহলে নিচের টা দিন
↓↓
  • Preferred DNS Server 4.2.2.2
  • Alternate DNS Server 8.8.8.8 → Ok  → Disconnect  → Connect again
আশা করি এখন থেকে GP Internet ব্যবহার করে যে কোন ব্লগার এর BLOG OPEN করতে পারবেন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রীন শট দেখে ঠিক করে নিন।
↓↓
যে কোন ব্লগার BLOG OPEN করুন GP Internet ব্যবহার করে ধাপ-১
যে কোন ব্লগার BLOG OPEN করুন GP Internet ব্যবহার করে ধাপ-১
যে কোন ব্লগার BLOG OPEN করুন GP Internet ব্যবহার করে ধাপ-২
যে কোন ব্লগার BLOG OPEN করুন GP Internet ব্যবহার করে ধাপ-২

~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ 
~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~
জ্ঞাতব্য –
* আমি মডেম হিসেবে যদিও নোকিয়া সাধারণ মডেলের মোবাইল ব্যবহার করেছি কিন্তু জিপি মডেম এর ক্ষেত্রেও পদ্ধতি একই ।
* এই টিপস টি অনেক পুরাতন হলেও ১০০ % কার্যকরী।
আশা করি সঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছেন।
আজকে আর নয়। অন্য কিছু নিয়ে অন্য কোন ‍দিন হাজির হবো।
ফ্রিলান্সিং বার্তার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুভ বিদায়।
আল্লাহ্ হাফেজ।

1 টি মন্তব্য:

  1. এমন একটি সাহায্যকারী টিপস শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

    উত্তরমুছুন

কপিরাইট ©২০১০ Freelancing Barta-ফ্রিল্যান্সিং বার্তা | Designe Customised by NEED247 and HelpsLink.COM | Powered By Blogger.COM

Blogger দ্বারা পরিচালিত.